রাজধানী থেকে লক্কড়-ঝক্কড় বাস উচ্ছেদের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ছবি: স্টার

রাজধানীর লক্কড়-ঝক্কড় বাস উচ্ছেদ করে সরকারি ব্যবস্থাপনায় একটি কোম্পানির অধীনে নতুন করে ৫ হাজার উন্নতমানের বাস নামানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, 'সরকারের নতুন পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা আনার জন্য দ্রুত লক্কর-ঝক্কর বাস উচ্ছেদ করে উন্নত দেশের আদলে স্মার্ট, সাশ্রয়ী ও নিরাপদ পরিবহন ব্যবস্থা চালু করতে হবে।'

আজ শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'সরকারের পরিকল্পনায় রাজধানীসহ সারাদেশে ছোট ছোট যানবাহনের পরিবর্তে সরকারি ব্যবস্থাপনায় একটি কোম্পানির অধীনে অথবা পিপিপির অধীনে নতুন বাস নামানো জরুরি।'

মোজাম্মেল হক বলেন, 'এ ক্ষেত্রে দক্ষ বিশেষজ্ঞ পরিচালকের নেতৃত্বে এই কোম্পানি পরিচালনা করা যেতে পারে। বেসরকারি ব্যবস্থাপনায় বাসের মালিকানা থাকায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না।'

তিনি বলেন, বিআরটিসি পরিচালনায় আমলাতন্ত্রের পরিবর্তে আন্তজার্তিক বাজার থেকে বাস কোম্পানি পরিচালনায় দক্ষ অভিজ্ঞ কারিগরি জ্ঞানসমৃদ্ধ পরিচালক নিয়োগ দিয়ে বিআরটিসি পরিচালনা করা গেলে বিআরটিসিকে লাভজনক করার পাশাপাশি যাত্রী পরিবহন খাতে ব্যাপক ভূমিকা রাখবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago