সংসদে বিরোধী নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ

জি এম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদ। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

একই দলের কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে বিবেচিত হবেন।

আজ রোববার জাতীয় সংসদের সচিবালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) বিরোধী দলের নেতা এবং চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।

নির্বাচনে ২২৩টি আসনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে। 

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Newly-elected Jucsu VP Zitu vows to end partisan politics on campus

Answering a question about post-election plans, Jitu said he would prioritise building an inclusive campus

32m ago