ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বক্তব্য

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: স্টার

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কোর 'ট্রি অব পিস' পুরস্কারে ভূষিত করা নিয়ে গতকাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, 'ইউনেস্কো ড. ইউনূসকে এ ধরনের বা এই নামে কোনো পুরস্কার দেয়নি।' এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে ইউনূস সেন্টার।

আজ বৃহস্পতিবার ইউনূস সেন্টারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আজারবাইজানের বাকুতে ২০২৪ সালের ১৪-১৬ মার্চ অনুষ্ঠিত একাদশ বিশ্ব বাকু ফোরামে বিশেষ বক্তা হিসেবে ভাষণ প্রদানের জন্য আমন্ত্রণ জানান হয়েছিল।'

'বাকু ফোরামের আয়োজক নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের মহাসচিব রভশান মুরাদভ প্রফেসর ইউনূসকে পাঠানো ইমেইলে জানান যে এই সম্মেলনে বক্তব্য রাখা ছাড়াও এর সমাপনী দিনে প্রফেসর ইউনূসকে ইউনেস্কো প্রদত্ত একটি পুরস্কার প্রদান করা হবে।'

ড. ইউনূসকে দেওয়া ‘ট্রি অব পিস’ পুরস্কার। একই ভাস্কর্য দিয়ে সম্মানিত করা হয়েছে অন্য সব ‘ট্রি অব পিস’ ভূষিতদেরও। ছবি: ইউনূস সেন্টারের সৌজন্যে

'নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার থেকে প্রফেসর ইউনূসকে পাঠানো বাকু ফোরামের অফিসিয়াল প্রোগ্রামেও প্রফেসর ইউনূস ইউনেস্কোর পুরস্কার গ্রহণ করবেন বলে উল্লেখ আছে।'

নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার থেকে প্রফেসর ইউনূসকে পাঠানো বাকু ফোরামের অফিসিয়াল প্রোগ্রামেও প্রফেসর ইউনূস ইউনেস্কোর পুরস্কার গ্রহণ করবেন বলে উল্লেখ আছে। ছবি: বাকু ফোরামের অফিসিয়াল কর্মসূচির দ্বিতীয় পাতা

'প্রফেসর ইউনূসকে বাকু ফোরামের সমাপনী ডিনারে যোগদানের বিষয়টি বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হয়, যাতে তিনি "ট্রি অব পিস" পুরস্কারটি গ্রহণের জন্য স্টেজে সশরীরে উপস্থিত থাকেন।'

প্রফেসর ইউনূসকে পাঠানো ইমেইলে নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের মহাসচিব রভশান মুরাদভ জানান এই সম্মেলনে বক্তব্য রাখা ছাড়াও এর সমাপনী দিনে প্রফেসর ইউনূসকে ইউনেস্কো প্রদত্ত একটি পুরস্কার প্রদান করা হবে। ছবি: ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে পাঠানো নথি থেকে

'ইউনূস সেন্টার ২০২৪ সালের ২১ মার্চ তারিখের প্রেস রিলিজে ইউনেস্কোর পুরস্কারের বিষয়টি উল্লেখ করে। প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য।'

'এর পূর্বে ২০২৩ সালের জুনে প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্তৃক ইউনেস্কোর প্রধান কার্যালয় পরিদর্শনের সময় ইউনেস্কো এবং প্রফেসর ইউনূস প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন ইউনূস স্পোর্টস হাবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার উদ্দেশ্য ছিল ইউনেস্কোর ফিট ফর লাইফ ফ্ল্যাগশীপের অধীনে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করে যাওয়া।'

ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কারে যারা ভূষিত হয়েছে তাদের কয়েকজনের নামের তালিকা ও পুরস্কার গ্রহণের সময় ধারণকৃত ছবি। ছবি: ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে পাঠানো নথি থেকে

 

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

'Second uprising, this time against corruption'

Says Jamaat chief at party's grand rally at Suhrawardy Udyan

34m ago