জিম্মি এমভি আব্দুল্লাহ: জলদস্যুদের সঙ্গে আলোচনা ‘শেষ পর্যায়ে’

এমভি আব্দুল্লাহ। ফাইল ছবি সংগৃহীত

মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের (এমএমডি) এক কর্মকর্তা জানিয়েছেন, ২৩ ক্রুসহ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে মুক্ত করার বিষয়ে জলদস্যুদের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার এমএমডির প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, এখন মুক্তিপণের টাকা পাঠানোর একটি সুবিধাজনক উপায় খুঁজে বের করা এবং জিম্মি ক্রুদের মুক্তির বিষয়ে নিশ্চিত হওয়াটাই পরবর্তী কাজ।

তিনি জানান, জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করছে।

তিনি বলেন, 'ক্রুরা ঈদের আগে মুক্তি নাও পেতে পারে। কারণ, এখনো কিছু প্রক্রিয়া বাকি আছে। এগুলো শেষ করতে সময় লাগবে।'

জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং অবশ্য জানিয়েছে, আলোচনা চলছে।

এসআর শিপিংয়ের মূল সংস্থা কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, 'জলদস্যুদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।'

তিনি বলেন, 'দ্রুততম সময়ের মধ্যে জিম্মি ক্রুদের মুক্ত করতে অবিরাম চেষ্টা চলছে।'

এমএমডি কর্মকর্তার দাবি সম্পর্কে জানতে চাইলে এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিম জানান, তারা এ বিষয়ে অবগত নন।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ যাওয়ার সময় সোমালি উপকূল থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে থাকাকালীন বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে এমভি আব্দুল্লাহ জাহাজে জলদস্যুরা আক্রমণ করে।

 

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

19h ago