পটুয়াখালীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

প্রতীকী ছবি | স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। 

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সেনের হাওলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সেনের হাওলা গ্রামের বাঁধঘাট এলাকার একটি খাস পুকুরে মাছ ধরা নিয়ে স্থানীয় হাফেজ আক্কাস ও রাসেল মৃধার নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে প্রায় ৫-৭ বছর ধরে বিরোধ চলছিল। 
বিরোধীরা পুকুরে গত বছর মাছ চাষ করেছে দাবি তুলে আজ বুধবার সকালে আক্কাস গ্রুপের লোকজন সেখানে মাছ ধরতে যায়। 

খবর পেয়ে মাছ ধরতে বাঁধা দেয় রাসেল মৃধার লোকজন। 

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়। 

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ওসি হেলাল উদ্দিন বলেন, 'এ ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
A bitter brew: Climate change and the decline of Sylhet’s tea gardens

A bitter brew: Climate change and the decline of Sylhet’s tea gardens

Projections by the United Nations Food and Agriculture Organization (FAO) indicate that tea cultivation areas could shrink by 2050.

7h ago