পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৭ ঘণ্টায় পাওয়া গেছে ৫ কোটি ১৯ লাখ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৭ ঘণ্টায় পাওয়া গেছে ৫ কোটি ১৯ লাখ টাকা
কিশোরগঞ্জের পাগলা মসজিদে চলছে টাকা গণনা | ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে সাত ঘণ্টায় পাঁচ কোটি ১৯ লাখ টাকা পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর ৩টা পর্যন্ত এই টাকা গণনা করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। এদিন সকাল সাড়ে ৭টায় নয়টি লোহার দানবাক্সে পাওয়া রেকর্ড ২৭ বস্তা টাকা গণনা শুরু হয়।

আবুল কালাম আজাদ বলেন, 'তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে চার মাস ১০ দিন পর খোলা হয়েছে। মসজিদের দোতালায় টাকা গণনা চলছে। আশা করা যাচ্ছে, অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে।'

টাকা গণনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ২২০ জন অংশ নেন।

এর আগে গত বছরের ৯ ডিসেম্বর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড ছয় কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গিয়েছিল।

২০২৩ সালে চারবার খোলা হয় পাগলা মসজিদের দানবাক্স। চারবারে মোট ২১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ১৮১ টাকা পাওয়া যায়। পাশাপাশি বৈদেশিক মুদ্রা, ডায়মন্ড ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago