তীব্র তাপপ্রবাহের মধ্যে ‘হিট স্ট্রোকে’ ২ শিক্ষকের মৃত্যু

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
প্রতীকী ছবি | সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের মধ্যে চট্টগ্রাম ও যশোরে 'হিট স্ট্রোকে' দুই শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার চট্টগ্রামের চান্দগাঁওয়ের মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে অচেতন হয়ে পড়েন মাদ্রাসাশিক্ষক মাওলানা মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫)।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক কুতুবী আলকাদেরী কক্সবাজারের কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে। তার দুটি ছেলে ও একটি মেয়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কালুরঘাটে ফেরিতে ওঠার পর হঠাৎ পড়ে যান ওই মাদ্রাসা শিক্ষক।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর সদর উপজেলায় 'হিট স্ট্রোকে' আহমেদাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিবের মৃত্যু হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ জেড এম পারভেজ মাসুদ জানান, সকাল ৯টার দিকে মাঠে কাজ করার পর স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন হাবিব।

তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

আজ সকাল থেকে হিট অ্যালার্ট আরও ৭২ ঘণ্টা বাড়িয়েছে আবহাওয়া অফিস।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

People from all walks of life arrive by bus, train and other modes of transport

2h ago