ঈদুল আযহায় পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দেশে গবাদিপশু আমদানির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

তিনি বলেন, 'দেশীয় খামারিদের উৎসাহ প্রদান, তাদের পাশে দাঁড়ানো এবং তারা যেন উৎপাদন আরও বেশি করে করতে পারে, দামটাও যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সেই ব্যাপারে পরিকল্পনা করেছি।'

আজ রোববার সাভারের বিসিএস (লাইভস্টক) একাডেমিতে ৪১তম বিসিএস (লাইভস্টক) ও বিসিএস (মৎস) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান উপলক্ষে আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দেশের ভেটেরিনারি হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে জানিয়ে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, 'ভেটেরিনারিয়ানদের একটা বড় দায়িত্ব হলো আমাদের গবাদিপশুর—গরু, ছাগল ইত্যাদি—নানান রোগবালাই প্রতিরোধ করা। এটি ভেটেরিনারিয়ানদের জন্য একটি চ্যালেঞ্জ।'

'আমরা হাসপাতালগুলোর জন্য আধুনিক যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত নিয়েছি,' যোগ করেন তিনি।

গবাদিপশু পালনে দেশের খামারিদের উদ্বুদ্ধ করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'এ বিষয়ে অনেক আগে থেকেই আমাদের পরিকল্পনা রয়েছে। বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের একটি প্রকল্প আছে। সেই প্রকল্পের আওতায় যে খামারি ১০০ টাকা বিনিয়োগ করবে, তাকে আমরা ৬০ টাকা দেবো এবং সেই টাকা নামমাত্র সুদে দীর্ঘসময় নিয়ে ফেরত দেওয়ার সুযোগও দিচ্ছি। নিশ্চয়ই দেশের খামারিরা এতে আগ্রহ ও উৎসাহ প্রকাশ করবে বলে আমি মনে করি।'

Comments

The Daily Star  | English

Bangladesh blocks IPL broadcast after Mustafizur episode

The decision comes in the aftermath of Bangladesh pacer Mustafizur Rahman’s removal from Kolkata Knight Riders squad following directives from BCCI.

3h ago