রসালো-রঙিন ফলের সমারোহে রাজধানীতে ৩ দিনের ফলমেলা শুরু

এবারের ফলমেলায় অংশ নিয়েছে ৮টি সরকারি ও ৫৫টি বেসরকারি প্রতিষ্ঠান। ছবি: প্রবীর দাশ/স্টার

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়ির কেআইবি চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এ মেলার উদ্বোধন করেন।

'ফলে পুষ্টি অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ' প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা শেষ হবে আগামী ৮ জুন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

ছবি: প্রবীর দাশ/স্টার

এবারের ফলমেলায় অংশ নিয়েছে ৮টি সরকারি ও ৫৫টি বেসরকারি প্রতিষ্ঠান। মেলায় ৬৩টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফলচাষ প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলায় দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতেও পারবেন।

ছবি: প্রবীর দাশ/স্টার

এর আগে, সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে কেআইবি চত্বর পর্যন্ত একটি র‌্যালি হয়। 

ছবি: প্রবীর দাশ/স্টার

শনিবার বিকেলে বিএআরসি মিলনায়তনে ফলমেলার সমাপনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক উপস্থিত থাকবেন। 

ছবি: প্রবীর দাশ/স্টার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে ২০২২-২৩ অর্থবছরে দেশে মোট ফল উৎপাদন হয়েছে ১ কোটি ৫০ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। এর মধ্যে আম উৎপাদন হয়েছে ২৭ লাখ মেট্রিক টন, লিচু ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন, কাঁঠাল ১৮ লাখ ২৪ হাজার মেট্রিক টন ও আনারস উৎপাদন হয়েছে ৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago