১০ ঘণ্টায় কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে: ডিএসসিসি

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোরবানির শতভাগ বর্জ্য ১০ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ডিএসসিসি।

সোমবার রাতে ডিএসসিসির মুখপাত্র আবু নাসের এ তথ্য জানিয়েছেন।

এর আগে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির শতভাগ বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলেন।

ডিএসসিসির মুখপাত্র আবু নাসেরের ভাষ্য, তারা প্রায় সাড়ে ১০ ঘন্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে তাদের অপসারণ কার্যক্রম শুরু হয়, যা শেষ হয় রাত সোয়া ১২টার দিকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রতিটি ওয়ার্ড এই কাজে অবদান রেখেছে।

এদিকে, সোমবার রাত ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের মধ্যে ছয়টি থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এর আগে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছয় ঘণ্টার মধ্যে তাদের এলাকায় শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে।

Comments

The Daily Star  | English

Jamaat rally commences at Suhrawardy Udyan

Supporters continued to arrive at the venue in processions, chanting slogans and carrying banners in support of the demands

50m ago