এ বছর হজে গিয়ে ৫০ বাংলাদেশির মৃত্যু

হজ
রয়টার্স ফাইল ফটো

এ বছর হজে গিয়ে ৫০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ৫০ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ১২ জন নারী।

তাদের মধ্যে বেশিরভাগই মক্কায় মারা গেছেন বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের হজ পোর্টালের দেওয়া তথ্য অনুযায়ী, মারা যাওয়া ৫০ জনের মধ্যে ২৫ জনের বয়স ৬০ থেকে ৭০ বছর।

এ বছর ১৬ জুন হজ পালিত হয়।

বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ বছর পবিত্র হজ পালনের সময় তীব্র তাপদাহ ও অসহনীয় গরম পড়ায় অনেক হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সেখানেই দাফন করা হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরব বাংলাদেশের জন্য মোট ১ লাখ ২৭ লাখ হজ কোটা মঞ্জুর করলেও এ বছর মোট ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি হজ করেছেন।

রাজধানীর আশকোনায় হজ অফিসের পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে সরকারি হজ ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৮২ জন এবং বেসরকারি হজ ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৩০ জন হজ করেছেন।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সূত্র জানায়, এ বছর মোট প্রায় ১৮ লাখ ৩৩ হাজার মুসলমান হজ করেছেন, যার মধ্যে ১৬ লাখ ১১ হাজার বিদেশি এবং ২ লাখ ২১ হাজার সৌদি নাগরিক।

গত ২১ জুন থেকে দেশে ফিরতে শুরু করেন বাংলাদেশি হজযাত্রীরা।

Comments

The Daily Star  | English

Act now, enough of silence

Israel is a threat to the civilised world as it breaks every international law, every human value,  all gains of our civilisation, all sense of decency and every norm of tolerance, and respect for others which lies at the root of our civilisation.

10h ago