ছাগলকাণ্ড: জনসমক্ষে এলেন মতিউরের প্রথম স্ত্রী লাকী

লায়লা কানিজ লাকী। ছবি: সংগৃহীত

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকীর দেখা মিলেছে। ঈদের পর আলোচনা ও সমালোচনার মধ্যে আজ বৃহস্পতিবার জনসমক্ষে আসেন তিনি।

আজ দুপুর ১২টার দিকে কালো রঙের একটি ব্যক্তিগত গাড়িতে করে উপজেলা পরিষদে আসেন লাকী। পরে তিনি আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্ততি সভায় যোগ দেন। এ সময় সেখানে রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরাও সেখানে উপস্থিত ছিলেন।

লাকীর কক্ষে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার, অলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়া, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান ফারুক মোল্লা প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান।

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের প্রথম স্ত্রী লাকী গত দুই সপ্তাহ ধরে জনসমক্ষে আসেননি। এ সময় তাকে ফোনেও পাওয়া যায়নি। ঈদুল আযহার দুই দিন আগে অফিসে এসেছিলেন তিনি।

লাকী আজ দুটি প্রস্তুতি সভায় যোগ দেন। সভা শেষে তিনি নিজ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কুশল বিনিময় করেন। সভা শেষে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে আরেকটি সভা আছে বলে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। এমনকি আজও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

21h ago