মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেন্টমার্টিনে আশ্রয় নেওয়া ২ বিজিপি ও ৩১ রোহিঙ্গাকে

প্রতীকী ছবি

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে সেন্টমার্টিনে আশ্রয় নেওয়া দুই বিজিপি ও ৩১ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সেন্টমার্টিনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুবেদার সানোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে তাদের ফেরত পাঠানো হয়।

মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের মধ্যে আজ ভোরে তারা কাঠের ট্রলারে করে সেন্টমার্টিনে অনুপ্রবেশ করে।

বিজিবির একটি সূত্র জানায়, রোহিঙ্গা ও বিজিপি সদস্যদের বহনকারী নৌকাটি মংডু শহর থেকে সিত্তে শহরে যাওয়ার কথা ছিল। 

কিন্তু পথে প্রবল বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে তারা সেন্টমার্টিনের পশ্চিম সৈকতে এসে পড়ে।

পরে নৌকার ইঞ্জিন মেরামতের পর বিকেলে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

সেন্টমার্টিনের স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসার পর ৩৩ জনকে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

বিজিবির একটি সূত্র জানায়, দুই বিজিপি সদস্যদের একজন ক্যাপ্টেন ও অপরজন সার্জেন্ট।

তাদের কাছ থেকে ১টি রাইফেল, ১টি পিস্তল, ৩টি হাতবোমা, ৪টি ম্যাগাজিন, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১২০ রাউন্ড গুলি, ৪০ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়।

আর পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন নারী ও ১১ জন শিশু।

টেকনাফ সীমান্তের ওপারে গত এক মাসের বেশি সময় ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। গোলাগুলি ও বোমা বিস্ফোরণের প্রচণ্ড শব্দে বারবারই কেঁপে উঠছে টেকনাফ।

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

2h ago