পিএসসির প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে আ. লীগ নেতা বহিষ্কার

মিজানুর রহমান
মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এতে বলা হয়, 'সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমানকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো।'

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মিজানুর রহমানের নাম এসেছে। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago