ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের চার জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ার নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম। 

নিহতরা হলেন বিজয়পাড়ার বাসিন্দা কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (৩৩), তার স্ত্রী জান্নাত আক্তার (২৫), তাদের দুই কন্যা ফারিয়া আক্তার (৪) ও ফাহিমা আক্তার (২)।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।

তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। একই পরিবারের চার জনের মৃত্যুর বিষয়টি বিষয়ে তিনি বলেন, তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

উদ্ধারকৃত চার জনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

Comments

The Daily Star  | English

Businesses file Tk 600cr insurance claims over Dhaka airport fire

Businesses have so far submitted insurance claims worth more than Tk 600 crore after a fire tore through the import cargo complex of Dhaka airport last month.

8h ago