ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে, হুড়োহুড়িতে আহত ২০ শিক্ষার্থী

আগুন লাগার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে শিক্ষার্থীরা আহত হয়। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর বের হতে গিয়ে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। 

এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ বুধবার দুপুরে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের তৃতীয় তলার বিজ্ঞানাগারে আসন্ন বিজ্ঞান মেলা উপলক্ষে কয়েকজন শিক্ষার্থী কাজ করছিল। এ সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে এলেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।

প্রধান শিক্ষক বলেন, 'আগুনের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে সিঁড়িতে পড়ে যায় বা ধাক্কাধাক্কিতে আহত হয়।'

স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৭ জন ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী ডেইলি স্টারকে জানান, এই হাসপাতালে ২০ থেকে ২২ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। 

তবে কেউ দগ্ধ হয়নি বলেও জানান তিনি।

ঘটনার পরপর জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসপাতালে যান।

জেলা প্রশাসক দিদারুল আলম বলেন, 'ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। কারও গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।'
 

Comments

The Daily Star  | English
Local gold price hiked

Gold hits all-time high

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 181,487

33m ago