চাঁদপুরে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ১০

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় দুপুরে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা করে ছাত্রলীগ। ছবি: সংগৃহীত

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থীদের 'রিমেম্বারিং আওয়ার হিরোজ' কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুদীপ্ত রায় দ্য ডেইলি স্টারকে হামলার তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ৩টা থেকে বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ওই এলাকায় জড়ো হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়।

হঠাৎ করেই বিকেল ৫টার দিকে অতর্কিতভাবে শিক্ষার্থীদের লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। 

তাদের হামলায় ও হুড়োহুড়িতে পড়ে গিয়ে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে শিক্ষার্থীরা জানান।

পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে সড়কে আসে। আমরা তাদের নির্দেশনা দেই যেন সড়ক বন্ধ রেখে কিছু না করে। আমরা তাদের সড়ক ছেড়ে কর্মসূচি পালন করতে বলেছি।'

তিনি আরও বলেন, 'সেখানে অন্য একটি গ্রুপ ঢুকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। হঠাৎ করেই ছাত্রদের মধ্যে ঝামেলা করার চেষ্টা হচ্ছিল। পরে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে নেয়।'

Comments

The Daily Star  | English

Israeli military intercepts Gaza aid flotilla: organisers

Organisers say unidentified vessels approached, military came on board

6h ago