কোটা আন্দোলন: সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

স্টার ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

গতকাল রোববার রাত ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান বাবুল হাওলাদার (৪৮)।

গত ১৯ জুলাই রামপুরা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন মুন্সীগঞ্জের রং মিস্ত্রি বাবুল।

হাসপাতালের ডেথ রেজিস্টার ও পরিবারের সদস্যরা এসব তথ্য জানান।

বাবুল হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার জানান, তার বাবা আন্দোলনে জড়িত ছিলেন না। সেদিন জুমার নামাজের পর তাদের উলান রোডের বাসায় ফেরার সময় গুলিবিদ্ধ হন বাবুল।

এর মধ্য দিয়ে গত ১৬ জুলাই থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ১৬৩ জনের মৃত্যু হলো।

১৮ জুলাই মারা যান ৩০ জন, ১৯ জুলাই ৬৬ জন, ২০ জুলাই ২৫ জন, ২১ জুলাই ১৪ জন, ২২ জুলাই ৬ জন, ২৩ জুলাই ৩ জন, ২৪ জুলাই ৪ জন, ২৫ জুলাই ২ জন, ২৬ জুলাই ৪ জন এবং ২৭ জুলাই ২ জন মারা যান।

সহিংসতায় মোট মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ডেইলি স্টার অনেক হাসপাতালে পৌঁছাতে পারেনি যেখানে কয়েক ডজন গুরুতর আহত রোগীকে নেওয়া হয়েছিল। এছাড়াও অনেক পরিবার ঘটনাস্থল থেকে তাদের প্রিয়জনের মরদেহ নিয়ে গেছে এবং এই সংবাদপত্র সেই পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

ডেইলি স্টার নিহতদের সংখ্যা জানাচ্ছে সম্পূর্ণভাবে হাসপাতাল সূত্রের উপর ভিত্তি করে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

14m ago