আন্দোলনে সংহতি জানিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৭ শিক্ষকের বিবৃতি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৭ জন শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।

শিক্ষকরা এক বিবৃতিতে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে অতি দ্রুত আলোচনা করে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে সারাদেশে ছাত্র-শিক্ষক এবং সাধারণ মানুষ যারা বিনা বিচারে আটক আছেন অনতিবিলম্বে তাদের মুক্তি চাওয়া হয়েছে এবং গণগ্রেপ্তার, বিশেষ করে শিক্ষার্থীদেরকে যেভাবে বাসায় বাসায় গিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও গ্রেপ্তার করা হচ্ছে, এমন দমন-নিপীড়নের তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে এই অজুহাতে কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে একাডেমিক ও রাষ্ট্রীয় যে কোনো ধরনের হয়রানিমূলক কার্যক্রম না চালাতে জোর দাবি জানানো হয়েছে।

বিবৃতিদাতা শিক্ষকরা হলেন ড. মোঃ ফজলুল করিম, ড. মোঃ আবীর হোসেন, রেজোয়ানা আফরিন, এ এস এম দেলোয়ার হোসেন, ড. মোঃ বদরুল আলম মিয়া, মোঃ আল আমিন, ড. মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়া, ড. মোঃ বশির উদ্দিন খান, ড. মোঃ আবদুর রহমান, ফারহানা আক্তার, ড. মোছা নুরজাহান খাতুন, মাহমুদা আক্তার, ড. মোস্তফা কামাল নাসির, ড. মোঃ সাজ্জাদ হোসেন, ড. মোঃ ইমাম হোসেন, ড. মোঃ খায়রুল ইসলাম, মোঃ কামাল হোসেন রিপন, মোঃ মাহফুজ রেজা, ড. কানিজ মরিয়ম আক্তার, ড. উম্মে সালমা, মাহমুদা বিনতে লতিফ, ড. আয়শা ফেরদৌসী, ড. মো: ইসতিয়াক আহমেদ তালুকদার, ড. অনিমেষ সরকার, ড. মেহেদী হাসান তালুকদার, ড. এ কে এম মহিউদ্দিন, মোঃ মোসাদ্দিক হাসান, ড. মোঃ আনোয়ার হোসেন, ড. মোঃ মাহবুবুল বাশার, ইশরাত জাহান ইরা, ফাহমিদা আক্তার, ড. কে এম কাদেরী কিবরিয়া, মুনমুন বিনতে আজিজ, রেজাউল করিম, সাবরিনা হেলেন, এস, এম, শামীম, মো: সালাউদ্দিন, ড. মো: আবু রাশেদ, সায়েমা আরেফিন, মেসবাহ উদ্দিন তালুকদার, মাহফুজা আক্তার, মাহবুবা বেগম, সুব্রত ব্যানার্জী, খায়রুন্নাহার মুন্নী, নিলুফার ইয়াসমিন, আওরঙ্গজেব আকন্দ, শিশির মিয়া, লুবনা ইয়াসমিন, মোহাঃ সুলতান আহাম্মেদ, ড. ফারাহ সাবরিন, সাজজাদ ওয়াহিদ, ড. মো: আব্দুল্লাহ আল মামুন, নোমান হাসান, ড. আব্দুল গাফফার খান, মো: আশিকুল ইসলাম, নিশাত আক্তার, রোকসানা খানম, মো: রাকিবুল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম, ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ, মো: নাসির উদ্দিন, মো: সিরাজ-উদ-দৌলা শামিম, আফিয়া আক্তার পিয়া, ড. মো: রাশেদুজ্জামান, সায়মা হোসেন সেতু, ড. মোহাম্মদ মতিউর রহমান।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

11h ago