অবৈধ অস্ত্র ৭ দিনের মধ্যে থানায় ফেরত দিতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আনসার সদস্যদের ব্যাপারে খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

আইনশৃঙ্খলা বাহিনীর বেহাত হওয়া আগ্নেয়াস্ত্র থানায় ফেরত দিতে সাত দিন সময় বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এটা না হলে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

আজ সোমবার সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের দেখার পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

খোয়া যাওয়া অস্ত্র সম্পর্কে তিনি বলেন, 'আমি ভিডিওতে দেখলাম একটা সিভিলিয়ান ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। এটা হতে পারে একটা দেশে! কেমন কথা! সেভেন পয়েন্ট সিক্স টু নিষিদ্ধ রাইফেল।'

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'নিষিদ্ধ আগ্নেআস্ত্র যা সিভিলিয়ানের হাতে দেওয়ার কথা না সেটার অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র‍্যাবকে করা হয়েছিল, সেই অস্ত্র কীভাবে তাদের হাতে গেল? আমি এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখি নাই। আপনারা আর্মির লোকজন আসে তাদের স্বৈরাচার বলেন তারা তো রাইফেল কোনো সিভিলিয়ানের হাতে তুলে দেয় নাই। এখন এই রাইফেলগুলো মিসিং।'

যাদের হাতে অবৈধ অস্ত্র আছে তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, 'যদি অস্ত্র জমা না দেন, তাহলে (মামলায়) দুইটা অভিযোগ লাগবে। একটা হলো অবৈধ অস্ত্র আরেকটা হচ্ছে সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতেও যাওয়া যেতে পারে যে কোথা থেকে পেয়েছে। সেভেন পয়েন্ট সিক্স টু নিষিদ্ধ রাইফেল। আমার পাশে, পেছনে যারা সেনাবাহিনীর সদস্য আছেন তাদের জিজ্ঞেস করেন যে এটা নিষিদ্ধ বোর কি না। তাহলে সেটা কীভাবে গেল।'

নিষিদ্ধ অস্ত্র বহন করার মামলায় যাবজ্জীবন সাজা পর্যন্ত হতে পারে বলেও হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, 'এখানে আনসারদের যা দেখলাম, যা ছবি দেখলাম তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব এদের খুঁজে বের করার।'

 'যদি ভালো চান আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে আজকে থেকে সাত দিনের মধ্যে। আগামী সোমবারের মধ্যে এইসব আগ্নেয়াস্ত্র ফেরত আসতে হবে। আপনারা থানায় জমা দেন, নিজেরা জমা না দেন কারও মাধ্যমে দেন। যেটাই হোক আমাদের এই রাইফেলগুলো ফিরে পাওয়া দরকার। নাহলে আমরা হান্টিং (খোঁজা) শুরু করব,' যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago