আপিল বিভাগে ৪ নতুন বিচারপতি

দূষণে আমরা আতঙ্কিত: হাইকোর্ট
সুপ্রিম কোর্টের ফাইল ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত চার বিচারককে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়েছে।

তারা হলেন—বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

শপথ গ্রহণের পর থেকে তাদের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের চার বিচারপতি পদত্যাগ করেন।

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago