এইচএসসি পরীক্ষা বাতিলের আগে আরও চিন্তার অবকাশ ছিল: ওয়াহিদউদ্দিন মাহমুদ

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

এইচএসসি ও সমমানের পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের আগে বিষয়টি নিয়ে আরও চিন্তার অবকাশ ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'এ বিষয়ে আরও অনেক চিন্তা-ভাবনার অবকাশ ছিল এবং সেটা হলে আরও ভালো হতো।'

তিনি বলেন, 'আন্দোলনকারী শিক্ষার্থীদের যুক্তি ছিল তারা মানসিকভাবে বিপর্যস্ত। এত বড় একটা গণ-অভ্যুত্থানের পর পরীক্ষার হলে বসা একটা মানসিক চাপ। এটা তারা বলেছে।'

'কিন্তু এই চাপে যারা আছেন, এইচএসসি পরীক্ষার্থী সারাদেশে ১২-১৩ লাখ, তাদের সবার মতামত তো যাচাই করার সুযোগ হয়নি। পরে বিবেচনা করেছি, এমন পরিস্থিতি যে আমরা এখনো শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারিনি। গতকাল তারা যেভাবে সচিবালয়ে আন্দোলন করেছে, সেটা খুবই দুঃখজনক,' বলেন তিনি।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, 'এর মধ্যে দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষাকেন্দ্রগুলোর যে অবস্থা, অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কাগজপত্র নষ্ট হয়েছে। সেসব জায়গায় শিক্ষার্থীরা নিরাপদ বোধ করবে কিনা, দুই পক্ষ থাকলে বিশৃঙ্খলা হবে। আরও বড় কথা হলো, প্রশ্নপত্রগুলোর গোপনীয়তা, কে যে কখন কী করে ফেলে, পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারে।'

'এসব (পরীক্ষা) নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত আছে। আমি নিজে চেয়েছিলাম সময় নিতে, আরও বিচার-বিবেচনা করতে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
sirens sound in israel after iran missile attack

Sirens sounded after missiles launched from Iran, says Israeli army

Trump to decide within two weeks on possible military involvement

15h ago