ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে যানজট। ছবি: সৌরভ হোসেন সিয়াম/স্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোর থেকে দীর্ঘ যানজট দেখা দিয়েছে৷ রাজধানীর যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে অন্তত ১৫ কিলোমিটারজুড়ে এ যানজট রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সকাল সোয়া ১০টার দিকে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছেন।

এই থানার ডিউটি অফিসার এএসআই সোহেল রানা বলেন, 'ভোর থেকে বিভিন্ন ট্রাক ও পিকআপযোগে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন অনেকে৷ তাদের গাড়িগুলো আগে নেওয়ার জন্য অন্য যানবাহনগুলোকে সাইড করে রাখেন ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া লোকজন৷'

তিনি বলেন, 'এ কারণে সড়কে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, তৈরি হয় দীর্ঘ যানজট৷ আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে৷'

দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে দীর্ঘ যানজটের প্রভাব পড়েছে আশেপাশের সড়কেও৷

কাঁচপুর থেকে ঢাকা-সিলেট মহাসড়কেও দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

Comments

The Daily Star  | English
gold price hike

Gold soars to record Tk 202,195 per bhori

Gold prices have surged to yet another historic peak, reaching Tk 202,195 per bhori (approximately 11.664 grammes) and surpassing the record set only a day earlier..The new rate, reflecting an increase of Tk 1,420 per bhori, is set to come into effect from tomorow, the Bangladesh Jewellers

Now