ইলিশ রপ্তানির অনুরোধ করে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি

ইলিশ
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুরোধ করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে চিঠি দিয়েছেন ভারতের মাছ ব্যবসায়ীরা।

বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ইলিশ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভারতের মাছ আমদানিকারক সমিতির সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ গত ৯ সেপ্টেম্বর এ চিঠি দেন।

সৈয়দ আনোয়ার মাকসুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'আমরা চিঠি দিয়েছি। আশা করি বাংলাদেশ নিরাশ করবে না।'

চিঠিতে বলা হয়, বাংলাদেশ ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু দুর্গাপূজাকে সামনে রেখে গত পাঁচ বছর ধরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সীমিত আকারে ইলিশ রপ্তানি হয়।

পররাষ্ট্র উপদেষ্টার কাছে লেখা এ চিঠিতে এ বছরও ইলিশ রপ্তানির অনুমোদন দিতে অনুরোধ জানানো হয়েছে।

গত বছর বাংলাদেশ ভারতের বিভিন্ন রাজ্যে ১৩০০ টন ইলিশ রপ্তানি করে।

গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন যে, দেশবাসীর চাহিদা মিটিয়ে সরকার ইলিশ রপ্তানির অনুমতি দেবে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago