৪ জেলার ৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

চার জেলা সুপার- মকলেছুর রহমান, বজলুর রশিদ আখন্দ, নেছার আলম ও সুভাষ কুমার ঘোষ। ছবি: সংগৃহীত

দেশের চার জেলা কারাগারের চার কারা তত্ত্বাবধায়ককে (জেল সুপার) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

অবসরে যাওয়া চার তত্ত্বাবধায়ক হলেন- মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম।

আদেশে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুসারে 'জনস্বার্থে' তাদের অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা প্রত্যেকে অবসরকালীন সুবিধা পাবেন।

চাকরি আইনের ৪৫ ধারায় বলা আছে—'কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।'

Comments

The Daily Star  | English

Ministry proposes VAT cut to below 10% on LPG imports amid supply crunch

Letter sent to NBR seeks tax relief on imports and local production amid winter crisis

2h ago