শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় আজও ১৭ কারখানা বন্ধ

বন্ধের নোটিশ। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও ১৭টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম।

তিনি বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ অনেকটা স্বাভাবিক। প্রায় সব কারখানায়ই উৎপাদন চলছে। তবে সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের মধ্যে গুজব ছড়ায় যে তাদের দুজন সহকর্মী নিখোঁজ। তাদের সন্ধান ও ২২ হাজার টাকা নুন্যতম মজুরির দাবিতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় জড়ো হয়েছিলেন। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

আজ শিল্পাঞ্চলে মোট ১৭ টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩/১ ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা। এছাড়া ছয়টি কারখানা সাধারণ ছুটির আওতায় বন্ধ রয়েছে।

মন্ডল গ্রুপের পাশেই অবস্থিত ম্যাংগটেক্স কারখানার এক শ্রমিক দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে কারখানায় গিয়েছিলাম। কিন্তু কারখানা বন্ধ ঘোষণা করায় ফিরে এসেছি। মন্ডলের আশেপাশের কারখানাগুলো বন্ধ রয়েছে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

56m ago