এবারের পূজা হবে নতুন বাংলাদেশে: উপদেষ্টা ফরিদা আখতার

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

'এবারের পূজা হবে নতুন বাংলাদেশে। সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ বলে কিছু থাকতে পারে না। এখানে আমরা সবাই একটি পরিবারের মানুষ।'

আজ সোমবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে পূজা উদযাপন কমিটি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, 'কে হিন্দু, কে বৌদ্ধ, এটা নিয়ে কেন বৈষম্য হবে? আমরা ঈদে আনন্দ করবো, আর পূজায় ভয়ে ভয়ে থাকবো—এটা তো হয় না।'

তিনি আরও বলেন, 'অন্তত আয়োজনের ক্ষেত্রে আমাদের চেষ্টার দিক থেকে আন্তরিকতার কোনো অভাব নেই। সবারই চেষ্টা আছে এবং সবারই এ ক্ষেত্রে করণীয় আছে। সেটা আমরা নিজেরাই অনুধাবন করছি।'

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় পূজাকে আনন্দময় করবো, এটা তো হয় না। হিন্দু-মুসলিম সবাই মিলে আমরা যেন আনন্দটা করতে পারি, সেজন্য পূজার একটা সামাজিক পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে।'

রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, 'সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই একটা ভালো পূজা আমরা করতে পারবো।'

পূজায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

23h ago