বাজার মনিটরিংয়ে জেলা পর্যায়ে শিক্ষার্থী প্রতিনিধিসহ ‘বিশেষ টাস্কফোর্স’

স্টার ফাইল ফটো

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি এবং সরবরাহ তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে 'বিশেষ টাস্কফোর্স' গঠন করেছে সরকার।

আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

জেলার অতিরিক্ত জেলা প্ৰশাসককে আহ্বায়ক করে ১০ সদস্যের এই বিশেষ টাস্কফোর্সে ২ জন থাকবেন শিক্ষার্থী প্রতিনিধি।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক থাকবেন সদস্যসচিব।

টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি।

প্রজ্ঞাপনে বলা হয়, এই টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, আড়ত, গোডাউন, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থান সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে।

পণ্য উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যেন দামের পার্থক্য ন্যূনতম থাকে তা টাস্কফোর্স নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সব অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করবে।

টাস্কফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্ৰীয় নিয়ন্ত্রণ কক্ষে পাঠাবে। ভোক্তা অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে পাওয়া প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

2h ago