সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার

কামাল আহমেদ মজুমদার। ছবি: সংগৃহীত

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।

কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা।

তিনি জানান, গতরাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যার ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Comments

The Daily Star  | English

Hamas says ready for peace talks, Trump urges Israel to halt Gaza bombing

Hamas also agreed to hand over power in Gaza to technocrats but said it would "participate and contribute responsibly" in Palestinian discussions regarding the territory's future.

28m ago