এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: বাসস থেকে

চলতি বছর সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান।

'হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে' উল্লেখ করে তিনি বলেন, 'হজের ব্যয় যতটা সম্ভব কমানো হবে। হজ প্যাকেজ এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে। সেখানে আপনারা দেখতে পাবেন, ব্যয় কতটা কমানো হলো।'

রিজওয়ানা হাসান বলেন, 'রাষ্ট্রপতি কী বলেছেন এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে এবং এ লক্ষ্য আন্দোলন হচ্ছে। আবার একটি রাজনৈতিক দল রাষ্ট্রপতির পদত্যাগের কারণে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে, এমন কথা বলছে। আবার তাদের নেতাদের মধ্যে এ বিষয়ে মতভিন্নতা রয়েছে। এসব বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে।'

এ বিষয়ে তিনি আরও বলেন, 'রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। আশা করি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব।'

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago