গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে প্রতি জেলা-উপজেলায় স্মরণসভা

ছবি: স্টার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে দেশের প্রতি জেলা-উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজন করা হবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে 'সুবিধাজনক দিনে' প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজনের এ সিদ্ধান্ত হয়েছে।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ জেলা সদরে বা সিটি করপোরেশন এলাকায় এবং নিজ নিজ উপজেলায় স্ব ব্যবস্থাপনায় এই স্মরণসভাগুলো আয়োজন করবেন।

Comments

The Daily Star  | English

A budget without illusions

No soaring GDP promises. No obsession with mega projects. No grand applause in parliament. This year, it’s just the finance adviser and his unemotional speech to be broadcast in the quiet hum of state television.

7h ago