দুর্ঘটনায় ৪ সহকর্মী নিহতের ঘটনায় ধামরাইয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে কারখানার সামনে অবস্থান নেন। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় বিক্ষোভ করেছেন গ্রাফিক্স টেক্সটাইল নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার পর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে ধামরাইয়ের খাগুর্তা এলাকায় গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিকদের বহন করা একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে জাহাঙ্গীর, জিয়াসমিন, খাদিজা ও নিপা নামের চারজন শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ১৫ জন শ্রমিক।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষের ভাড়া করা বাসে শ্রমিকরা যাওয়া-আসা করেন। এসব বাসের ফিটনেস ভালো না। চালকও অদক্ষ।

শ্রমিকরা বলছেন, গতকালের দুর্ঘটনাতেও বাস চালকের গাফিলতি ছিল। এ কারণে যাতায়াতের জন্য কারখানার নিজস্ব মালিকানার বাস চালুর দাবি জানান তারা। পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও আহতদের সুচিকিৎসার দাবিও জানানো হয়।

বিষয়টি নিয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সহকর্মী শ্রমিকরা কয়েকটি দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিল। বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নিয়েছেন। আজ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago