বিএনপি থেকে আ. লীগে যোগ দেওয়া সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

শাহজাহান ওমর
শাহজাহান ওমর। ফাইল ছবি

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠিতে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল ১০টার দিকে রাজাপুর উপজেলার পিংড়ি এলাকা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিজয়ী শাহজাহান ওমর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

আজ সকালে তিনি একটি প্রাইভেটকারে রাজাপুরে গেলে সকাল ৯টার দিকে পিংড়ি এলাকায় একদল লোক হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করেন।

এ সময় শাহজাহান ওমর অভিযোগ দেওয়ার জন্য থানার দিকে যাচ্ছিলেন। পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নির্বাচনের আগে বিএনপি থেকে পদত্যাগ করে শাহজাহান ওমর ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করে বিএনপি।

আওয়ামী লীগে যোগদানের আগে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

11m ago