আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক প্রবেশ করে হামলার ঘটনা ঘটেছে।

আজ সোমবার দুপুরে আগরতলায় আরএসএস কর্মীরা বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সহযোগী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতির ব্যানারেও একদল লোক হাইকমিশনের সামনে বিক্ষোভ করে। পরে তারা জোর করে হাইকমিশনের ভেতরে ঢুকে যায়।

পিটিআই জানায়, বাংলাদেশে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা আগরতলায় বাংলাদেশ মিশনে ঢুকে হট্টগোল সৃষ্টি করে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশের ঘটনাটি খুবই দুঃখজনক। কূটনৈতিক এবং কনস্যুলার কার্যালয় কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন ডেপুটি ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, আগরতলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিক্ষোভ মিছিলের কথা জানান।

তিনি বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে রাত ৯টায় রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল হবে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago