দুই গ্রুপের গোলাগুলি, আজ পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পর্যটক, পর্যটন খাত, সহিংসতা, ভ্রমণ নিষেধাজ্ঞা,
ফাইল ছবি

দুই গ্রুপের গোলাগুলিতে নিরপত্তাজনিত কারণে আজ বুধবার সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জানতে চাইলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, 'আমরা খবর পেয়েছি গতকাল দুপুরে দুই আঞ্চলিক গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কিন্তু এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি। তাই পর্যটকদের নিরাপত্তার জন্য ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।'

সাজেক হিল ভিউ কটেজের স্বত্বাধিকারী ইন্দ্র চাকমা বলেন, 'গতকাল দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে, ঘটনাস্থল এখানে থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। বর্তমানে সাজেকে প্রায় পাঁচ শতাধিক পর্যটক আছেন। আজ দুপুর ১টার পর পর্যটকবাহী গাড়িগুলো খাগড়াছড়ির উদ্দেশ্য ছেড়ে যেতে পারে।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago