পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ

স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ের সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তের বাংলাদেশ অংশে এক বাংলাদেশি যুবকের মরদেহ পাওয়া গেছে। 

শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে খবর দেয়।

ওই সীমান্তের ৭৫১ নম্বর মেইন পিলারের ৮ থেকে ৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এর আগে ভোর সোয়া ৫টার দিকে ওই এলাকায় গুলির শব্দ পেয়েছিলেন তারা। তাদের ধারণা নিহত যুবক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা গেছেন।

নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি জেলার তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড়-আমজুয়ানি এলাকার রফিকুল ইসলামের ছেলে।

দুপুরে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পঞ্চগড় সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।

বিজিবি সুত্র বলছে, রাতে কয়েকজন বাংলাদেশির সঙ্গে ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় শিংপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেয়। এ সময় গুলির শব্দ পাওয়া যায়। পরে সীমান্তের বাংলাদেশ অংশে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানানো হয়। বলা হয়, পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ দ্য ডেইলি স্টারকে মোবাইলে বলেন, 'নিহত যুবকের গলার নিচে একটা ক্ষত আছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Comments

The Daily Star  | English

DUCSU polls set for Sept 9

Draft voter list to be published on July 30; results on election day

1h ago