ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা

নয়াপল্টনে জমায়েত হচ্ছে বিএনপির ৩ অঙ্গসংগঠনের নেতা-কর্মী

নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে ৩ অঙ্গসংগঠনের নেতা-কর্মী। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার
নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে ৩ অঙ্গসংগঠনের নেতা-কর্মী। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রায় অংশ নিতে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে।

আজ সকাল ৯টা বেজে ৪০ এর দিকে সরেজমিনে পরিদর্শন করে কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়। 

নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে ৩ অঙ্গসংগঠনের নেতা-কর্মী। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার
নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে ৩ অঙ্গসংগঠনের নেতা-কর্মী। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতের দূতাবাসে পদযাত্রা করে যেয়ে স্মারকলিপি জমা দেবে বিএনপির এই তিন অঙ্গসংগঠন।

আজ রোববার সকালে রাজধানীর বিভিন্ন অংশ থেকে ছোট ছোট মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা নয়াপল্টনে উপস্থিত হয়। এ সময়য় তারা ভারত বয়কট করার আহ্বান জানিয়ে শ্লোগান দেয়। পদযাত্রায় অংশ নেওয়ার জন্য দলের প্রধান কার্যালয়ের বিভিন্ন অংশের কাছে নেতা-কর্মীরা অবস্থান নেন।

নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে ৩ অঙ্গসংগঠনের নেতা-কর্মী। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার
নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে ৩ অঙ্গসংগঠনের নেতা-কর্মী। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে ও নিরাপত্তা বজায় রাখতে নয়াপল্টনে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Swiss police believe around 40 died at bar explosion, Italy says

The blaze was not thought to have been caused by arson

46m ago