পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে।

আজ সোমবার সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়।

এর আগে, বৈঠকে যোগ দিতে আজ সকালে ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট সোমবার সকাল ৯টার দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে বলে নিশ্চিত করে কূটনৈতিক সূত্র।

রাতে ঢাকা ত্যাগ করার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন দেখা দিয়েছে এই বৈঠকে সেটি আলোচনায় থাকবে বলে আশা করা হচ্ছে। 

নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র এর আগে দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন এফওসি এই ব্যবধান কমিয়ে আনা এবং ইতিবাচক রাজনৈতিক বিষয়ে মনোনিবেশ করবে।

Comments

The Daily Star  | English

Dhaka’s changing conversation on mental health

What has changed is that conversations can now happen out into the open

16h ago