সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আতাউর রহমান
আতাউর রহমান। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আঙ্গুর (৫৫) মারা গেছেন। তিনি সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কারাগার থেকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের জেলার আবু নূর মো. রেজা জানান, আতাউর রহমান আঙ্গুর একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১ নভেম্বর সিরাজগঞ্জ কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। আজ ভোরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান নূর মো. রেজা।

Comments

The Daily Star  | English

Israeli military intercepts Gaza aid flotilla: organisers

Organisers say unidentified vessels approached, military came on board

3h ago