গণমাধ্যম ও সংবিধান সংস্কার কমিশনকে সহযোগিতায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন হেড অব ডেলিগেশন অ্যাম্বাসেডর মাইকেল মিলার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম ও সংবিধান সংস্কার কমিশনকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

আজ মঙ্গলবার গণমাধ্যম ও সংবিধান সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে সাক্ষাতে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন হেড অব ডেলিগেশন অ্যাম্বাসেডর মাইকেল মিলার এ আগ্রহের কথা জানান।

এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, 'স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন দেশের সুচর্চা থেকে শিক্ষা নেওয়ার জন্য কমিশন প্রস্তুত।'

অ্যাম্বাসেডর মাইকেল মিলার গণমাধ্যম সংস্কার কমিশনের কাজের অগ্রগতি, পরিধি ও প্রক্রিয়া সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

তিনি অপতথ্য, অপপ্রচার, সংবাদিকদের নিরাপত্তা, বিজ্ঞাপনের অপব্যবহার, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার মাধ্যম ও বেসরকারি সম্প্রচার মাধ্যমের আর্থিক ব্যবস্থা এবং ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার স্বচ্ছতার বিষয়ে আলোচনা করেন।

স্বাধীন ও শক্তিশালী প্রেস কাউন্সিল প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মাইকেল মিলার। 

সংবিধান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে অ্যাম্বাসেডর বলেন, 'সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে।'

তিনি সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, 'নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।'

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

50m ago