ওমরাহ পালনকারীদের লাগেজ বিনা খরচে সংরক্ষণের ঘোষণা

ফাইল ছবি

ওমরাহ পালনকারীদের লাগেজ বিনা খরচ রাখার ব্যবস্থা করেছে সৌদি আরবের মক্কা নগরী কর্তৃপক্ষ।

মক্কা লাইব্রেরি ও গেট ৬৪ এর কাছে এ সুবিধা রাখা হয়েছে বলে আজ বৃহস্পতিবার আরব নিউজ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীর কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, একজন ওমরাহ পালনকারী সর্বোচ্চ চার ঘণ্টার জন্য সাত কেজি ওজনের ব্যাগ রাখতে পারবেন। ব্যাগের বাইরে কিছু রাখা যাবে না। তবে মূল্যবান ও নিষিদ্ধ জিনিসপত্র এবং খাবার ও ওষুধ রাখা যাবে না।

ব্যাগ জমা দিয়ে টিকিট নিতে হবে এবং টিকিট দেখিয়ে পরে ব্যাগ ফেরত নিতে হবে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ওমরাহ পালনকারীরা নুসুক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন।

কাবা শরিফের আশপাশের সব এলাকায় এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

10h ago