৪২২ উপজেলার ১৭৫২ কেন্দ্রে ৩০ টাকা দরে ওএমএসের চাল

দেশের ৪২২টি উপজেলায় প্রতিদিন দুই মেট্রিক টন ওএমএসের চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

উপজেলাগুলোতে মোট ১ হাজার ৭৫২টি কেন্দ্রের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ওএমএস কার্যক্রমের আওতায় প্রতিকেজি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে। জনপ্রতি ৫ কেজি চাল দেওয়া হবে।

মন্ত্রণালয় জানায়, আগে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের কেন্দ্রগুলোর সঙ্গে নতুন ৮৪৪টি কেন্দ্র যুক্ত হচ্ছে। 

নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে থাকবে এবং প্রথম পর্যায়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে।

Comments

The Daily Star  | English
Rajshahi University suspends ward quota

RU suspends ‘ward quota’ amid student protests

Protests erupted on campus yesterday as students demanded the abolition of the ward quota

3h ago