পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ছয় ব্যক্তির নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।

তারা হলেন—অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, 'এই ছয় ব্যক্তি এখনো শপথ গ্রহণ করেননি। ছয় ব্যক্তির নিয়োগ বাতিলের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।'

প্রসঙ্গত, পিএসসির নতুন সদস্য হিসেবে এই ছয় ব্যক্তিকে গত ২ জানুয়ারি নিয়োগ দিয়েছিল সরকার।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago