আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা

সংসদ ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিক্ষোভ

জাতীয় সংসদ ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিক্ষোভ সমাবেশ। ছবি: পলাশ খান/স্টার

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ওপর 'স্টুডেন্ট ফর সভরেন্টি'র হামলা ও পরদিন 'সংক্ষুব্ধ ছাত্র-জনতা'র সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (মানিক মিয়া অ্যাভিনিউ) তারা এই সমাবেশ শুরু করেন।

এসময় তারা আদিবাসী শিক্ষার্থী-জনতার কর্মসূচিতে হামলা ও পুলিশি বলপ্রয়োগের ঘটনায় দোষীদের খুঁজে বের করে উপযুক্ত বিচারের দাবি জানান।

এর আগে, আদিবাসী শিক্ষার্থী-জনতার কর্মসূচিতে হামলার ঘটনায় গতকাল নিন্দা ও প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একইসঙ্গে দায়ী ও তাদের মদদদাতাদের রাজনৈতিক পরিচয় জনসমক্ষে প্রকাশসহ আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় সংগঠনটি।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

5h ago