বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে রেলওয়ে গেইট কিপারদের অবস্থান

বকেয়া দাবিতে রেলপথ মন্ত্রণালয়ে গেইটকিপারদের অবস্থান। ছবি: প্রবীর দাশ/ স্টার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে রেলওয়ে প্রকল্পের গেইট কিপাররা অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ রোববার সকাল ৯টা থেকে প্রায় আড়াইশ জন রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন।

এসময় তারা নিয়োগ কমিটির সদস্য সচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবি করেন।

গেইট কিপাররা জানান, গত আট মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে।

দ্য ডেইলি স্টারকে গেইটকিপার মনিরুল ইসলাম বলেন, 'আমরা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের গেইটকিপার। ২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয়। এরপর আমাদের চাকরি স্থায়ী হয়নি। গত ৭-৮ মাস ধরে আমাদের বেতন বন্ধ। বেতনের দাবিতে আমরা এখানে এসেছি।'

'আমরা সরাসরি নিয়োগের মাধ্যমে ১৫০৫ জনের রাজস্ব চাই,' বলেন তিনি।

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

1h ago