বরিশালে পরিবহন শ্রমিকদের ধর্মঘট, ১৫ রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল, বাস ধর্মঘট, বাস শ্রমিক ইউনিয়ন, বিএম কলেজ,
বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ডের সব টিকিট কাউন্টার সকাল থেকে ফাঁকা ছিল। ছবি: সংগৃহীত

নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা সকাল থেকে অনির্দিষ্টগুলোর ধর্মঘট শুরু করেছেন। এতে বরিশালের সঙ্গে ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, খুলনাসহ ১৫ রুটে বাস চলাচল বন্ধ আছে।

পরিবহন শ্রমিকরা জানান, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়েছে।

ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, 'বিভিন্ন সময় ভাড়া নিয়ে সমস্যা হওয়ায় তাদের ওপর হামলা ও যাত্রীবাহী বাস ভাঙচুর করা হচ্ছে। তাই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের ১৫ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।'

শ্রমিকরা জানান, তাদের কোনো নিরাপত্তা নেই। যে কোনো ঘটনায় তাদের ওপর হামলা ও বাস ভাঙচুর করা হয়। এমন পরিবেশে বাস চালানো সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

এদিকে কোনো ঘোষণা ছাড়াই বা চলাচল বন্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। তারা দ্রুত বাস চলাচলে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

এর আগে, গতকাল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পরে তারা শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় বি এম কলেজের এক শিক্ষার্থীকে মারধর  করেন পরিবহন শ্রমিকরা। বিএম কলেজের ওই শিক্ষার্থী রাজাপুর থেকে তাওহিদ পরিবহনে করে বরিশালে আসছিলেন। পথে ভাড়া নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একসময় ওই শিক্ষার্থীকে হেনস্তা করা হয়।

পরে শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি টিম বরিশাল রূপাতলী বাস মালিক সমিতিতে বিষয়টি জানাতে গেলে তাদের ওপরে হামলা করা হয় বলেও অভিযোগ করেন তারা।

Comments

The Daily Star  | English

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

9h ago