নিবন্ধিত গণমাধ্যমের সর্বোচ্চ ৩০ শতাংশ সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন

ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

কোনো নিবন্ধিত সংবাদমাধ্যমের সাংবাদিক সংখ্যার সর্বোচ্চ ৩০ শতাংশকে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হতে পারে বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।

আজ বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

উপ-প্রেস সচিব বলেন, 'আগের নীতিমালায় সাংবাদিকদের একটি প্রতিষ্ঠানে কয়টি অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে তা নির্ধারিত হতো পত্রিকার সার্কুলেশনের ওপর। এই বিধান উঠিয়ে দেওয়া হবে।'

'আমরা এমন একটি ব্যবস্থা রাখতে চাই যেন পত্রিকার সব সম্পাদক ও রিপোর্টারের মোট সংখ্যার ওপর ভিত্তি করে তার সর্বোচ্চ ৩০ শতাংশ কিংবা ১৫ জনকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিধানের সুপারিশ করছি,' বলেন তিনি।

আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, 'আমাদের সুপারিশের আলোকে সাংবাদিক প্রতিনিধিরা মতামত দেওয়ার সুযোগ পাবেন। তারপর শিগগির এই নীতিমালা চূড়ান্ত করা হবে।'

'এর আগে ১৬৭ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছিল। তাদের ৭ জন রিভিউয়ের আবেদন করেছেন। নতুন নীতিমালা চূড়ান্ত হলে, এর আলোকে তাদের অ্যাক্রিডিটেশন কার্ডের বিষয়ে রিভিউ আবেদন বিবেচনা করা হবে,' যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব বলেন, 'সরকার নিবন্ধিত সংবাদমাধ্যমের সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন। আমাদের সুপারিশ থাকবে, যতজন সাংবাদিক থাকবেন তাদের সর্বোচ্চ ৩০ শতাংশ কার্ড পাবেন।'

তিনি বলেন, 'এমন প্রতিষ্ঠানও আছে যার ৩০-৩৫ জন সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েছেন, কিন্তু বাস্তবে ওই গণমাধ্যমের কোনো উপস্থিতি দেখা যায় না। এ ধরনের অপব্যবহার না হয়, যেন প্রকৃত সাংবাদিকরাই কার্ড পায় সেজন্য এই আনুপাতিক হার নির্ধারণ করা হচ্ছে। নিবন্ধিত অনলাইনের সাংবাদিকের সংখ্যার ওপর ভিত্তি করে আনুপাতিক হারে কার্ড দেওয়া হবে।'

 

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

1h ago