প্রতিবেদন জমা দিলো জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি: সংগৃহীত

জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।

আজ বুধবার দুপুরে দুই সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করে দেয় সরকার।

বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের রিপোর্ট হস্তান্তর করেন। ছবি: সংগৃহীত

এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়।

আজ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ কমিশনের সদস্যরা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনটি সরকারের কাছে হস্তান্তর করেন।

জনপ্রশাসন সংস্কার কমিশন গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপসচিব পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের ৫০ শতাংশ সুযোগ পাবে বলে জানিয়েছিল। বর্তমানে এই হার ৭৫:২৫। কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির হার আরও কমবে। কমিশনের এই মনোভাব জানার পর থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিভিন্নভাবে এ পদক্ষেপের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দেন। যা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।

অন্যদিকে ২৫ ক্যাডারের কর্মকর্তারা কলম বিরতি, মানববন্ধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তাদের দাবি উপসচিব পদে শতভাগ পরীক্ষার মাধ্যমে সব ক্যাডারে থেকে সমান পদোন্নতি দিতে হবে। উল্লেখ্য বর্তমানে দেশে মোট ২৬ ক্যাডার আছে।

Comments

The Daily Star  | English

CEC urges officials to ensure neutrality as polls preparations advance

He reiterates that the commission is advancing steadily with election preparations

26m ago