সিলেটে এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

ছবি: তাওহীদুর রহমান শাহ

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি এক্সকেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে সিলেট সিটি করপোরেশনের একটি হুইল এক্সকেভেটর নিয়ে মিছিল করে এসে প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ম্যুরালটি গুড়িয়ে দেন তারা।

আওয়ামী লীগ সরকার পতনের ৬ মাস পূর্তিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে রাত ৮টায় নগরীর বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখা।

এ ছাড়া, সিলেট নগরে দিনব্যাপী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংগটিত হত্যা-গুম-নির্যাতন ইত্যাদির ভিডিও প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি।

রাত ৯টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা কিনব্রিজের নিচে রাখা সিলেট সিটি করপোরেশনের একটি হুইল এক্সকেভেটর নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন।

৯টা ৫০ মিনিটের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ম্যুরালটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, 'খুনি হাসিনা ছাত্র-জনতার ধাওয়া খেয়ে পিছনের দরজা দিয়ে ভারতে পালিয়ে গেছে। সেই হাসিনার ছাত্রদের উদ্দেশে দেওয়া ভাষণ আমরা প্রত্যাখ্যান করছি। দেশের কোনো স্থানে ফ্যাসিস্টদের কোনো চিহ্ন থাকবে না এবং এ জন্য আমরা ছাত্র-জনতা সবসময় সজাগ রয়েছি।'

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রথম দফায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ভাঙচুর করা হয়। তারপর জেলা প্রশাসন কার্যালয়ের ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়।

Comments

The Daily Star  | English

Death toll from Uttara plane crash rises to 31: ISPR

Besides, 165 others were injured in the incident, the ISPR said in a statement issued around 2:15pm

9m ago