শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

ছবি: শহিদুল ইসলাম নিরব/স্টার

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জামালপুর শহরে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শুক্রবার সন্ধ্যায় শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরিন জাহান আঁখি এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আরাফাত হোসেন শাকিল।

বক্তারা বলেন, দেশের জনগণ আজ শোষণ-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায়, দেশের স্বার্থ রক্ষায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Comments

The Daily Star  | English

‘Rape’ sounds 'unpleasant', use something else

DMP chief urges media, suggests using ‘violence against women’, abuse of women, or ‘brutal torture’ instead

50m ago